Crime raise at Bishalgarh : বিশালগড়ে বাড়ছে চুরি- ছিনতাই, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট জনগণ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৯ জুলাই।। দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। হেলদোল নেই প্রশাসনের। নিশ্চুপ পুলিশ । তাতে ক্ষোভে ফুঁসছেন বিশালগড়ের স্থানীয় মানুষ। বিশালগড়ের বিভিন্ন এলাকায় দিনের পর দিন ছিনতাই এবং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবুরা শীত ঘুমে আচ্ছন্ন।

এবার চুরির ঘটনা ঘটলো বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর এলাকার বাসিন্দা মতিলাল দেবনাথের বাড়িতে। বাড়ির মালিক মতিলাল দেবনাথের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নিশিকুটুম্বের দল তাদের বাড়িতে হানা দেয়। তাদের গোয়াল ঘর থেকে ৩ টি গরু চুরি করে নিয়ে গাড়িতে তোলার সময় আওয়াজে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়।

তড়িঘড়ি করে বাড়ির সকলে দরজা খুলে বাইরে বের হলে চোরের দল তা বুঝতে পেরে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়। জানা যায়, গরু ৩ টির বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। শুক্রবার বাড়ির মালিক বিশালগড় থানায় গিয়ে মামলা দায়ের করেন।

পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ,বেশ কিছুদিন আগেও বিশালগড় থানার অন্তর্গত নেতাজি নগর এলাকায় একটি বাড়ি থেকে নিশিকুটুম্বের দল হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যায়।

কিন্তু বিশালগড় থানার পুলিশ এখনো পর্যন্ত চোরের দলের টিকির নাগাল পায় নি। অন্যদিকে একের পর এক চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।

অভিযোগ ,একের পর এক চুরির ঘটনা সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘটে গেলেও বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত ওসির কোনো ধরনের হেলদোল নেই । এমনকি ওসির ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।

বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও এক্ষেত্রে বিশালগড় থানার পুলিশের বিভিন্ন দুর্বলতা রীতিমত প্রকট হয়ে উঠছে । সচেতন মহলের দাবি বিশালগড় থানা এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো হোক।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?