অনলাইন ডেস্ক, ৯ জুন।। শ্রীলঙ্কার স্কোয়াডে করোনা হানা দিয়েছে। লঙ্কানদের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ছাড়াও তাদের টিম সেট-আপের এক সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। যার ফলে পেছাতে হচ্ছে দুই দলের তিন ওয়ানডে সিরিজ।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজ শুরুর কথা ১৩ জুলাই থেকে। তবে নতুন সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ হতে পারে ১৭ বা ১৮ জুলাই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চায়, খেলোয়াড়দের ব্যক্তিগত কোয়ারেন্টাইনের সময় বাড়াতে।
ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর লঙ্কানদের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও টিম অ্যানালিস্ট সম্প্রতি করোনা আক্রান্ত হন। শ্রীলঙ্কা ক্রিকেট এই সিরিজের সংশোধিত সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে আলোচনার করে।
আগের সূচি অনুযায়ী, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের তিন ওয়ানডে সিরিজ চলার কথা ১৩ থেকে ১৮ জুলাই পর্যন্ত এবং টি-টোয়েন্টি হওয়ার কথা ২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত। নতুন সূচিতে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হতে পারে ১৭, ১৯ ও ২১ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ২৪, ২৫ ও ২৭ জুলাই।