CM visited Sanctuary : প্রকৃতিকে সাথে নিয়েই আমাদের চলতে হবে, সিপাহীজলা অভয়ারণ্যে মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৯ জুলাই।। মানবকুলের পাশাপাশি প্রকৃতিতে বেড়ে উঠা জীবকুলের সুরক্ষাও সমান ভাবে গুরুত্বপূর্ণ। প্রকৃতিকে সাথে নিয়েই আমাদের চলতে হবে। আজ সিপাহীজলা অভয়্যারণ্য পরিদর্শন শেষে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন করোনা পরিস্থিতি মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

আর এই পরিস্থিতিতে রাজ্যের নাগরিকদের স্বাস্থ্যসুরক্ষা যেমন সরকারের গুরুত্বের ক্ষেত্র, তেমনি প্রকৃতির কোলে, বিশেষ করে এই অভয়ারণ্যের অবস্থানরত বিভিন্ন জীব, পশু, পাখিদের পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা সম্পর্কে খতিয়ে দেখতেই এদিনের পরিদর্শন। এছাড়াও এই করোনা পরিস্থিতিতে পশু পাখিদের সুরক্ষায় দপ্তরের কাছে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কিনা সেই সম্পর্কেও খোঁজ নেন।

তাছাড়া বন্যপ্রানীদের খাদ্য ও অন্যান্য পরিষেবায় যেন কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়েও মুখ্যমন্ত্রী বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অরণ্যবেষ্টিত এই অভয়ারণ্যের জলহস্তী, সিংহ, চশমা বানর, অ্যাডভান্সড প্রজাতির বানর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির আশ্রয়স্থলগুলি ঘুরে দেখেন।

এদিন মুখ্যমন্ত্রী, বন কর্মীদের দ্বারা উদ্ধারকৃত দুটি চিতা বিড়াল ও একটি বন্য প্রজাতির বিড়ালছানাকে উন্মুক্ত অভয়ারণ্যে অবাধ বিচরণের উদ্দেশ্যে ছেড়ে দেন।

এরপর অভয়ারণ্য প্রাঙ্গনে একটি বকুল ফুলের চারা রোপন করেন। মুখ্যমন্ত্রী, পরিদর্শন শেষে গোটা ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং এই অভয়ারণ্যের পশু পাখির পরিচর্যা, স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যথোপযুক্ত পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সিপাহীজলাস্থিত অভায়ারণ্য পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য সরকারের প্রধান সচিব জে কে সিনহা, প্রধান মুখ্য বনসংরক্ষক ডি কে শর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি প্রমুখ|

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?