Blood Donation Camp : এবিভিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুলাই।। এবিভিপির ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে রবীন্দ্র ভবনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। বেলা দশটায় শুরু হয় রক্তদান শিবির।

সংগঠনের সাধারণ সম্পাদক রিপন দেব জানান প্রতিবছর সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে বড় ধরনের কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগামী দিনেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ধরনের সামাজিক কাজকর্মের এগিয়ে আসতে বদ্ধপরিকর বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?