স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৯ জুলাই।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ার রাজনগর বিধানসভার বাতখোলা অঞ্চল এলাকায় বিজেপি দুর্বৃত্ত বাহিনীর হাতে আক্রান্ত হয়েছে এক নির্মাণ শ্রমিক।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিধানসভা এলাকায় সি আই টি ইউর অন্তর্ভুক্ত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিলোনীয়া মহকুমা কমিটির সদস্য চন্দন সরকার আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক রাত আটটা নাগাদ বাতখলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে উনার উপর বি জে পির কিছু দুর্বৃত্ত রাতের অন্ধকারে বাইকে করে এসে অতর্কিত হামলা করে বলে অভিযোগ। লাঠির লাঘাতে উনি সংগে সংগে মাটিতে পড়ে যান। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বত্তরা পালিয়ে যায়।
এলাকার মানুষ রাতেই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শুক্রবার সকালে বিলোনীয়া হাসপাতালে ডাক্তার দেখান এবং এক্সরে ইত্যাদি করান। পরে সি আই টি ইউ বিলোনীয়া মহকুমা অফিস কক্ষে এসে সাংবাদিকদের সামনে ওনার উপর সংগঠিত ঘটনার বিস্তারিত বর্ননা দেন আক্রান্ত চন্দন সরকার।
ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিলোনীয়া বিভাগীয় কমিটি এবং সিআইটিইউ বিলোনীয়া মহকুমা কমিটির পক্ষ থেকে ঘটনার নিন্দা জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।