Sergio Ramos Left Real Madrid : রিয়াল মাদ্রিদ ছেড়ে দুই বছরের চুক্তিতে প্যারিস সেন্ট জার্মেইতে সার্জিও রামোস

অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। রিয়াল মাদ্রিদ ছেড়ে দুই বছরের চুক্তিতে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিলেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ২০২৩ সাল পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকবেন তিনি। ৩৫ বছর বয়সী তারকার সঙ্গে লস ব্লাঙ্কোসদের ১৬ বছরের সম্পর্ক শেষ হয় জুনের শেষে। এরপর রিয়ালের সমার্থক হয়ে ওঠা রামোস স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে আর চুক্তি নবায়ন করেননি।

রামোসের পিএসজিতে যাওয়ার খবর আগে থেকে জানা গিয়েছিল। এবার এলো তার আনুষ্ঠানিক ঘোষণা। পার্ক দে প্রিন্সেসে তিনি সতীর্থ হিসেবে পাবেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকাদের। সামনের মৌসুমকে রেখে সামনে রেখে তৃতীয় খেলোয়াড় হিসেবে রামোসের সঙ্গে চুক্তি করল পিএসজি।

এর আগে ফরাসি জায়ান্টরা ইন্টার মিলান থেকে দলে ভিড়িয়েছে মরোক্কোয়ান ডিফেন্ডার আশরাফ হাকিমি ও লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে ডাচ ডিফেন্ডার জর্জিনিও ভাইনালদামকে। গত মৌসুমে লিলের কাছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা হারায় মাউরিসিও পচেত্তিনোর দল। যার কারণে রক্ষণে শক্তি বাড়ানোর পাশাপাশি গোলপোস্টের নিচেও শক্তি বাড়াচ্ছে পিএসজি।

তার জন্য এসি মিলান থেকে ফ্রি এজেন্ট হওয়া গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে চুক্তি করতে পারে তারা। স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা রামোস রিয়ালের জার্সিতে পাঁচটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগে জিতেছেন। চোটের কারণে স্পেনের হয়ে চলতি ইউরোতে খেলা হয়নি তার। পিএসজিতেও তিনি সতীর্থ হিসেবে পাবেন সাবেক দুই রিয়াল তারকা আনহেল দি মারিয়া ও কেইলর নাভাসকে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?