অনলাইন ডেস্ক, 8 জুলাই।। রাশিয়ার আকাশসীমায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের একটি বিমানকে ধাওয়া করেছে রাশিয়া। সেই ভিডিও আবার তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।
রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা আরটি জানিয়েছে, কৃষ্ণসাগরের উপর তাদের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল যুক্তরাষ্ট্র নৌবাহিনীর গুপ্তচর বিমান বোয়িং পি-৮ পসিডন। ভিনদেশের বিমানের উপস্থিতি টের পেতেই সতর্ক হয়ে যায় রুশ বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আমেরিকার বিমানকে এদিন সতর্ক করা হয়। কিন্তু তা মানেননি পাইলট। সঙ্গে সঙ্গে রাশিয়ার নৌবাহিনীর দু’টি সুখোই ৩০ যুদ্ধবিমান গুপ্তচর বিমানটিকে তাড়িয়ে রাশিয়ার আকাশসীমা থেকে বের করে দেয়।
INTENSE encounter above the Black Sea – WATCH the Russian SU-30 fighter jets scrambled to intercept and escort the US Navy spy plane Boeing P-8 Poseidon! pic.twitter.com/CdPBfpnqTY
— It@8848 Ignorance, the root and stem of all evil. (@Orpheus_111) July 7, 2021
কয়েক দিন আগে কৃষ্ণসাগরে রাশিয়ার আন্তর্জাতিক সমুদ্রসীমায় ঢুকে পড়ে ব্রিটেনের একটি যুদ্ধজাহাজ। যা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও ব্রিটেন সীমা লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছিল।