স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জুলাই।। ইতিহাস সৃষ্টি করে মোদির মন্ত্রিসভায় স্থান করে নিলেন পশ্চিম ত্রিপুরার নির্বাচিত সাংসদ প্রতিমা ভৌমিক। আজ সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতির দরবার হলে ত্রিপুরা রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক।
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা এবার জায়গা পেলেন পাঁচজন বাঙালিা মন্ত্রী ।এদের মধ্যে চার জন পশ্চিমবঙ্গের হলেও অপরজন প্রান্তিক রাজ্য ত্রিপুরার । তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বায়ো সাইন্সের (জীব বিদ্যা) স্নাতক প্রতিমা ভৌমিক ।
এই প্রথম প্রথম ত্রিপুরা থেকে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক । পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ২০১৯ সালের মে মাসে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সোনামুড়া এলাকার প্রতিমা ভৌমিক , তিনি ত্রিপুরার একেবারে প্রত্যন্ত গ্রাম বাংলার লোক l
রাজ্যের সিপাহীজলা জেলা প্রান্তিক শহর সোনামুড়ার কাঠালিয়া এলাকার বাসিন্দা সাংসদ প্রতিভা ভৌমিক ।পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো রাজ্যের অগ্নিকন্যা হিসেবেই সকলের নিকট পরিচিত l দিদি বলেই রাজ্য বাসির নিকট তিনি বেশি পরিচিত ।
২০১৮ সালে বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির উত্থান ঘটে । বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন l প্রতিমা দেবী সেই তালিকায় ছিলেন না l ছাত্রজীবন থেকেই বিজেপির সঙ্গে তিনি যুক্ত ছিলেন l কারণ ত্রিপুরা যখন বিজেপির কার্যত কোনো সংগঠনের ছিল না সেই সময় থেকে গেরুয়া ঝান্ডা ধরে লড়াই করেছেন তিনি l
২০১৮ সালের বিধানসভা নির্বাচনের কাঠালিয়া কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে লড়ে হেরে যান ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি দল পশ্চিম ত্রিপুরা আসনে ওনাকে প্রার্থী করেন এবং প্রথম বারেই জয়ী হয়ে লোক সভার সদস্য হন। l এবার ত্রিপুরা থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী সভায় স্থান করে নেন প্রতিমা ভৌমিক মহোদয়া । দীর্ঘ দুই বারে ৩৫ বছরের বাম শাসন তো বটেই, ১৯৮৮-১৯৯৩ সাল পর্যন্ত জোট সরকারের আমলেও ত্রিপুরার স্থায়ী বসবাস কারীদের মধ্য থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী সভায় স্থান করতে পারেনি ।
আসামের বাসিন্দা তথা রানা দা নামে পরিচিত সন্তোষ মোহন দেব রাজ্যের সাংসদ হয়ে কেন্দ্রীয়মন্ত্রী হয়েছিলেন l কিন্তু ত্রিপুরার স্থায়ী বাসিন্দা প্রত্যন্ত গ্রামের লড়াকু নারী নেত্রী হিসেবে ত্রিপুরার নতুন ইতিহাস সৃষ্টি করলেন প্রতিমা ভৌমিক । প্রতিমা ভৌমিক নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী হচ্ছেন ।
প্রতিমা ভৌমিকের মন্ত্রী হাওয়ার খবর চাউর হতেই গোটা রাজ্যের সাথে নিজ মহকুমা সোনামুড়ায় অসময়ে দীপাবলির মতো আতস বাজির ফোয়ারা বসে ও শাসক দল বিজেপি আলাদা অক্সিজেন পেলো বলে অভিজ্ঞ মহল মনে করছেন । কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া লক্ষ্যে করা যাচ্ছে ।