অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। ডেনমার্ককে হারিয়ে প্রথমবার ইউরো কাপের ফাইনালে উঠলেও স্বস্তিতে নেই ইংল্যান্ড। বুধবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলের মুখে দর্শক আসন থেকে লেজার লাইট ফেলার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার বিভিন্ন ছবি ভাইরাল হয়। এ ঘটনায় এরই মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ এনে তদন্তের ঘোষণা দিয়েছে উয়েফা।
ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচটির নির্ধারিত সময় ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে হ্যারি কেইনের গোলে ২-১ জয় নিশ্চিত হয় ইংলিশদের। অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েছিল ইংলিশরা। কেইন সেই পেনাল্টি কিক নেওয়ার সময় ড্যানিশ গোলরক্ষকের মুখে লেজার ধরা হয়। ক্যাসপার স্মাইকেল অবশ্য কেইনের শট রুখে দেন। তবে ফিরতি শটে বল জড়ান কেইন।
২-১ গোলের জয়ে ফাইনালে পা রাখে ইংলিশরা। ইংল্যান্ডের বিপক্ষে উয়েফার অভিযোগ আছে আরো। ডেনামার্কের জাতীয় সংগীতের সময় দর্শক আসন থেকে ব্যাঘাত ঘটানো ও পরে আতশবাজি পোড়ানোর অভিযোগও আনা হয়েছে।
সব মিলে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট তিনটি ‘ডিসিপ্লিনারি চার্জ’ এনেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) এক বিবৃতিতে জানায়, ‘উয়েফা কন্ট্রোল, এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) তাদের নির্দিষ্ট সময়মতো এই ঘটনাটির তদন্ত করবে।’সব মিলে ৫৫ বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে ওঠেও বেকায়দায় ইংল্যান্ড।