অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। সর্বশেষ ছবি ‘আর্মি অব দ্য ডেড’ রিলিজ করেছিল নেটফ্লিক্স। জোম্বি গল্পটি দারুণ সাড়া পায়। এবার একই প্ল্যাটফর্মের জন্য ছবি বানাতে যাচ্ছেন জ্যাক স্নাইডার।
হলিউড রিপোর্ট জানায়, সাই-ফাইধর্মী ছবিটির নাম ‘রেবেল মুন’। চিত্রনাট্যে স্নাইডারের সঙ্গে থাকছেন পুরোনো দুই সহকর্মী সাই হাটেন ও কুর্ট জনস্টাড।
‘রেবেল ম্যান’-এর কাহিনি ভবিষ্যতে গ্যালাক্সির প্রান্তে স্থাপিত এক উপনিবেশকে ঘিরে। ঘোর সংকটে পড়ে গ্রহবাসীরা এক তরুণীকে আশপাশের গ্রহে পাঠায় সাহায্যের জন্য, যার রয়েছে রহস্যময় অতীত।
স্নাইডার জানান, আকিরা কুরোসাওয়া, স্টার ওয়ার্সের ভক্ত হিসেবে তার বেড়ে ওঠা। কল্পবিজ্ঞানের প্রতি ভালোবাসা থেকেই এ অভিযানের গল্প সাজিয়েছেন।
নিজের প্রথম ছবি ‘ডন অব দ্য ডেড’ দিয়ে নতুন ইউনিভার্স তৈরি করেছেন জ্যাক স্নাইডার। আশা করছেন, ‘রেবেল মুন’ও নতুন ইউনিভার্স তৈরি করবে।
এ নির্মাতার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংযোজন ছিল ডিসি কমিকসের একাধিক ছবি। এ ছাড়া দুই কিস্তির ‘থ্রি হানড্রেড’ সিরিজও এসেছে তার হাত দিয়ে।
স্টার ওয়ার্সের অনুপ্রেরণায় এক দশক আগে নতুন ছবিটির পরিকল্পনা করেন জ্যাক স্নাইডার।
মাঝে ব্যক্তিগত সমস্যার কারণে সিনেমা থেকে দূরে থাকলেও ‘জাস্টিস লিগ’-এর নতুন সংস্করণ মুক্তির পর থেকে ভালো সময় কাটাচ্ছেন স্নাইডার। ‘আর্মি অব দ্য ডেড’ প্রথম চার সপ্তাহে ৭.২ কোটি দর্শক দেখেছে বলে জানায় নেটফিক্স।
এ প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা দশ ছবির একটি এটি। ছবির পরের কিস্তি পরিচালনা না করলেও প্রযোজনায় যুক্ত আছেন এ নির্মাতা।
স্নাইডার জানান, ২০২২ সালের শুরুর দিকে শুটিং ফ্লোরে যাবে ‘রেবেল মুন’।