অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। শেষদিনটা পুরোই উইকেটে কাটিয়ে দিলেন হাশিম আমলা। তার কচ্ছপ গতির ব্যাটিংয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে ড্র এনে দিয়েছে সারে’কে।
৬ ঘণ্টার বেশি সময় বা ৩৮১ মিনিট উইকেটে পড়ে থেকে ২৭৮ বলে অপরাজিত ৩৭ রান করেছেন আমলা। স্ট্রাইকরেট ১৩.৩০। চার হাঁকিয়েছেন ৫টি।
৩০ রানের সময় শর্ট ফাইন লেগে পেসার কিথ বার্কারের বলে ক্যাচ দিয়েছিলেন আমলা। কিন্তু ভাগ্যের সহায়তায় বেঁচে যান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। এরপর মাটি কামড়ে পড়ে থেকে দলকে হার থেকে বাঁচান তিনি। এই টেস্টে আমলা প্রথম ১০০ বলে করেন মাত্র ৩ রান। ১২৫তম বলে প্রথম বাউন্ডারির দেখা পান তিনি।
প্রথম ইনিংসে ৭২ রানে অলআউট হওয়ার পর সারে দ্বিতীয় ইনিংস শেষ করে ৮ উইকেটে ১২২ রানে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের গ্রুপ-২ এর চার দিনের এই টেস্টে ৬ রানে ২ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল তারা। পরাজয়টাও যেন একেবারে সারের দোরগোড়ায় এসে কড়া নাড়ছিল।
কিন্তু চতুর্থ বা শেষদিনে হ্যাম্পশায়ার নিতে পারে ৬ উইকেট। তার মধ্যে বার্কার ২২ ওভারে ১৭ মেইডেনে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এর আগে সাউদাম্পটনের রোজ বোলে প্রথম ইনিংসে ৪৮৮ রান করে হ্যাম্পশায়ার।
দীর্ঘক্ষণ ব্যাটিং করে বোলারদের নাকানিচুবানি খাওয়ানো অবশ্য নতুন নয় আমলার জন্য। ২০১৫ সালে ভারতের বিপক্ষে দিল্লিতে ২৪৪ বলে ১০.২৪ স্ট্রাইকরেটে মাত্র ২৫ রান করেছিলেন তিনি। সেই টেস্টে তাকে সঙ্গ দেন এবিডি ভিলিয়ার্স। সেদিন এই মারকুটে ব্যাটসম্যানও পড়েছিলেন মাটি কামড়ে। ২৯৭ বলে ১৪.৪৭ স্ট্রাইক রেটে করেন ৪৩ রান।
কিন্তু দুজনের এই কচ্ছপগতির ব্যাটিংয়েও সেই টেস্ট হেরে যায় প্রোটিয়ারা। ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দলের প্রয়োজনে এমন আরেকটি ইনিংস খেলেছিলেন ডি ভিলিয়ার্স। ২২০ বলে ১৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৩ রান।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তি গড়লেও প্রথম শ্রেণির ক্রিকেট শম্ভুকগতির ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে একটি রেকর্ডও গড়ে বসেছেন আমলা। ৪০ রানের নিচে রান করতে সবচেয়ে বেশি বল খেলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য ইংলিশ ক্রিকেটার ট্রেভর বেইলির। ১৯৫৩ সালে লিডসে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টেস্টে ২৭৭ বলে ৩৮ রান করেন তিনি।