Economic Crisis : লকডাউনে অর্থনৈতিক দুরাবস্থার ভেতর পড়া উত্তর কোরিয়াকে ফের টিকার প্রস্তাব দিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক, 8 জুলাই।। লকডাউনে অর্থনৈতিক দুরাবস্থার ভেতর পড়া উত্তর কোরিয়াকে ফের টিকার প্রস্তাব দিয়েছে রাশিয়া। কিম জং উনের দেশ এর আগে বেশ কয়েকটি দেশের এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেন, উত্তর কোরিয়ার প্রয়োজন হলে আমরা টিকা সরবরাহ করতে প্রস্তুত আছি। করোনার শুরু থেকে উত্তর কোরিয়া দাবি করে আসছে, কোনো সংক্রমণ নেই।

কিন্তু আসলে যে বিষয়টি তেমন নয়; তা কিমের কথা থেকে এখন বোঝা যাচ্ছে। কিছুদিন আগে প্রথমবারের মতো তিনি স্বীকার করেন, তার দেশে খাদ্য সংকট চলছে। কিম বলেছেন, গত বছরের টাইফুনের কারণে কৃষিখাত বিপাকে পড়েছে। সৃষ্ট বন্যায় লক্ষ্য পূরণ হয়নি।

উত্তর কোরিয়ায় ঠিক কী হয়, তার সবটা কখনোই জানা যায় না। কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, দেশটিতে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। ওদিকে করোনার কারণে সীমান্ত বন্ধ। উত্তর কোরিয়া তাদের কৃষিখাতের জন্য চীনের ওপর অনেকাংশে নির্ভরশীল।

সার, তেল থেকে শুরু করে অনেক খাদ্যদ্রব্য চীন থেকে আমদানি করেন কিম। চীনের সঙ্গে এই সখ্যতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বৈরী সম্পর্ক। অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে তাদের ওপর। সাম্প্রতিক বৈঠকে কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করলেও কোনো লাভ হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?