Cultivation Training : জনজাতি জুমিয়াদের নিয়ে তৈলবীজ চাষ সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, কমলপুর, ৭ জুলাই।। বুধবার কমলপুর মহকুমার প্রত্যন্ত ধনচন্দ্র পাড়া এডিসি ভিলেজের মহাদেব বাজারে দূর্গা চৌমুহনী কৃষি মহকুমার উদ্যোগে জনজাতি জুমিয়াদের নিয়ে খারিফ মরশুমে তৈলবীজ চাষ সংক্রান্ত দু’দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে৷

বুধবার খারিফ মরশুমে তৈলবীজ চাষের নানা দিক ও চাষের সম্ভাবনা এবং গুরুত্ব সম্পর্কে দু’’দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে৷ দুর্গাচৌমুহনী কৃষি মহকুমার ধনচন্দ্র ভিলেজ কাউন্সিলের মহাদেব বাজারে দশ দিনব্যাপী কর্মশালা শুরু হয়৷ উদ্বোধনী পর্বে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জওহর সাহা।

বিশেষ অতিথি ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি গোপ, সহ সভাধিপতি অনাদি সরকার, কৃষি তত্ত্বাবধায়ক রঞ্জিত দাস প্রমুখ৷ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জওহর সাহা বলেন-কৃষি উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েেেছ৷

এ ধরনের প্রশিক্ষন কর্মসূচী কৃষকদের কাজে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল৷ অনুষ্ঠানে জনজাতি জুমিয়াদের হাতে বিভিন্ন ধরনের ফলের চারা তুলে দেওয়া হয়৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?