স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জুন।। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনুপ্রেরণার নাম। শ্যামাপ্রসাদের ন্যায়, নীতি, আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরা সরকার অগ্রসর হচ্ছে বলে অভিমত ব্যাক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
অখন্ড ভারতের অন্যতম প্রতীক, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলি পোস্ট করেন তিনি।মুখ্যমন্ত্রী আরও বলেন, জম্মু-কাশ্মীর যাতে ভারতের সামগ্রিক উন্নয়নের সঙ্গে যুক্ত হয় তা চেয়েছিলেন শ্যামাপ্রসাদ। আলাদা আইনের প্রতিবাদ করেছিলেন। কিন্তু বহু বছর ধরে তা বাস্তবায়িত হয়নি।
যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন দৃঢ়তার সঙ্গে তা তাঁরা করে দেখিয়েছেন। বছরের পর বছর ধরে ভূস্বর্গ ছিল উগ্রবাদ কবলিত। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে এখন পরিস্থিতির বদল হয়েছে। ভারতের উন্নয়নের মূল স্রোতে সংযুক্ত হয়েছে জম্মু-কাশ্মীর।
ত্রিপুরার মানুষ দীর্ঘ দিনের অব্যবস্থা থেকে মুক্তি পেতে বিকল্পের সন্ধানে ছিলেন। তাঁরা নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছেন এবং খুব কম সময়ে শূন্য থেকে সরকার গঠন করেছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন,এখন ত্রিপুরার মানসিকতা বদলাচ্ছে। আগে ত্রিপুরাকে পিছিয়ে পড়া রাজ্য হিসেবে প্রতিপন্ন করা হতো। এখন স্টার্ট-আপ নিয়ে, নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে। এটাই মানসিকতার বদল।
ত্রিপুরার নতুন প্রজন্মকে যাতে বহিঃরাজ্যে যেতে না হয়, রাজ্যে থেকেই তাঁরা যাতে উজ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।