অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। দেশের ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাত বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক পারফরম্যান্স বিশ্লেষক সনাথ জয়াসুন্দরা। অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অপরাধে তাকে এই শাস্তি দিয়েছে আইসিসি।
জয়াসুন্দরার বিরুদ্ধে আর্টিকেল ২.১.৩ এবং আর্টিকেল ২.৪.৭ ভঙ্গের অপরাধ খুঁজে পেয়েছে আইসিসির অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনাল।
এই অপরাধে ২০১৯ সালের ১১ মে, সাময়িকভাবে নিষিদ্ধ হন জয়াসুন্দরা। এবার জুটল সাত বছরের নিষেধাজ্ঞা।
তবে দুই বছর আগে থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় আর পাঁচ বছর কোনো ধরনের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না তিনি।
২০১৯ সালে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তখন থেকেই সাময়িকভাবে নিষিদ্ধ হন জয়াসুন্দরা।