অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনিস মনে করেন, ঘরোয়া ক্রিকেটে দ্রুত মুগ্ধতা না ছড়ালে জাতীয় দলে ফেরা কঠিন হবে পেসার মোহাম্মদ আমিরের জন্য।
গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। ওই সময় সতীর্থ ও কোচদের মানসিক অত্যাচার সইতে না পেরে অবসরে যাচ্ছেন জানান তিনি। বাঁহাতি পেসার সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ছিলেন বেশ ছন্দে।
এই বছরের শুরুতে আমির সাক্ষাৎ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের সঙ্গে। বৈঠকে অক্টোবরে শুরু হতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি নিয়েও আলোচনা হয়। অর্থাৎ অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে চান আমির।
তবে ওয়াকার ইউনিস মনে করেন, জাতীয় দলে ফিরতে হলে এই ২৯ বছর বয়সী পেসারকে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে হবে। বর্তমানে ইংল্যান্ড সফরে আছে পাকিস্তান। দলের সঙ্গে আছেন ওয়াকারও।
সোমবার এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই আমির চমৎকার এক ক্রিকেটার। তবে সে যদি অবসর ভেঙে ফিরতে চায় তাকে অবশ্যই ক্রিকেট খেলে নির্বাচকদের মুগ্ধ করতে হবে, এটা সহজ হবে না। ’
ওয়াকার আরও বলেন, ‘এটা পাকিস্তান ক্রিকেট, এটা তোমার বা আমার ক্রিকেট দল নয়, তোমার দেশের জন্য খেলতে তোমাকে ঠিক কাজটাই করতে হবে।
এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়। তবে ওয়াকার জানান, ওয়াসিম খানের সঙ্গে আমিরের বৈঠকের ব্যাপারে তিনি কিছুই জানেন না।