অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। ফুটবল মাঠে রোমান্সে ভরা এক দৃশ্য। হাঁটু গেড়ে বসে খেলার মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন ফুটবলার!
না, কোনো সিনেমার দৃশ্য না। রবিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মিনেসোটা এফসি ও সান জোস আর্থকোয়েকের মধ্যকার ম্যাচ শেষে মাঠেই এ ঘটনা ঘটে। এ দৃশ্যের জন্ম দিয়েছেন মিনেসোটা এফসির খেলোয়াড় হাসানি ডটসন স্টেফানসন।
খেলা শেষে বান্ধবী পেত্রা ভুকোভিচকে সাইডলাইনে ডেকে আনেন। তারপর দর্শক, ফুটবলার, ক্যামেরা, সকলের সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন স্টেফানসন। অনামিকায় পড়িয়ে দেন বাগদানের আংটি।
গ্যালারিতে তখন দর্শকদের উল্লাস ছিল দেখার মতো। স্টেফানসনের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান পেত্রা। পুরো ঘটনার সাক্ষী হয়ে থাকে মিনোসোটার স্টেডিয়াম।
SHE SAID YES
CONGRATS TO HASSANI AND PETRA pic.twitter.com/Jl5fYxP01M
— Minnesota United FC (@MNUFC) July 4, 2021
পরে পেত্রা ইন্সটাগ্রামে লেখেন, ‘এমন কোনো শব্দ নেই যা আমার হৃদয় যে খুশিকে অনুভব করছে তা প্রকাশ করতে পারবে। তোমার থেকে ভালোবাসা পাওয়া আমার কাছে আশীর্বাদ। এই স্মৃতি আমার জীবনে তৈরি করার জন্য যে সকল ব্যক্তি জড়িত ছিল, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের শুভেচ্ছা জানানোর জন্যও প্রত্যেককে ধন্যবাদ জানাই। ’ পাশাপাশি পেত্রা লেখেন, বিয়ের প্রস্তাবে তিনি হ্যাঁ বলেছেন।
ডটসনের বিয়ের প্রস্তাব নিবেদনের এই রোমান্টিক দৃশ্যে সবাই কিছুক্ষণের জন্য ভুলে যান ম্যাচের ফল কী হয়েছিল। ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।