অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় অপহরণের লক্ষ্যবস্তু হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার একজন স্কুল কর্মকর্তা জানান, বন্দুকধারীরা উত্তর পশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি বোর্ডিং স্কুল থেকে ১৪০ জন ছাত্রকে অপহরণ করেছে।
সোমবারের ঘটনাসহ গত ডিসেম্বরের পর ১০টি গণঅপহরণের ঘটনার ঘটল ওই এলাকায়।
উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলীয় নাইজেরিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্র প্রায়শই গ্রামে লুটপাট চালায়, মুক্তিপণের দাবি করে গবাদিপশু অপহরণ করে থাকে।
ভয়েস অব আমেরিকা জানায়, হামলাকারীরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি করে পরাভূত করে। পরে কাদুনা রাজ্যের বেথেল ব্যাপ্টিস্ট হাই স্কুলের বোর্ডিংয়ে থাকা ১৬৫ জন ছাত্রকে অপহরণ করে। তবে ২৫ ছাত্র পালিয়ে যেতে সক্ষম হয়।
কাদুনের পুলিশ প্রধান হামলার কথা স্বীকার করেন। তবে ছাত্রদের প্রকৃত সংখ্যার ব্যাপারে কিছু জানাতে পারেননি।