অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। চলতি ইউরো কাপে ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন টিকে ছিল মাত্রা মাত্র চার ম্যাচ। শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় তার দল পর্তুগালকে। তবে অভিযান শেষ হয়ে গেলেও গোল্ডেন বুটের দৌড়ে তালিকার শীর্ষে আছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। পরের ম্যাচে জার্মানির বিপক্ষেও করেন একটি গোল। এরপর ফ্রান্সের বিপক্ষে ফের জোড়া গোলে পর্তুগালকে ড্র এনে দেন তিনি।
চার ম্যাচে মোট পাঁচ গোল নিয়ে শীর্ষে আছেন রোনালদো। তবে তাকে চেয়ার ভাগাভাগি করতে হচ্ছে প্যাট্রিক শিকের সঙ্গে। তবে একটি অ্যাসিস্টে চেক প্রজাতন্ত্রের বেয়ার লেভারকুজেন তারকাকে পেছনে ফেলেছেন সিআর সেভেন। জার্মানীর বিপক্ষে নিজে গোল করার পাশাপাশি সতীর্থ দিয়েগো জোতাকে দিয়ে গোলও করান তিনি।
রোনালদো ও শিক দুজনে ইতিমধ্যে বিদায় নিয়েছেন আসর থেকে। এই দুজনের পরে চার গোল করে একই চেয়ার ভাগাভাগি করছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু, ফ্রান্সের করিম বেনজেমা এবং সুইডেনের এমিল ফোর্সবার্গও। তবে তাদেরও শেষ হয়ে গেছে ইউরো অভিযান।
টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের রাহিম স্টার্লিং, হ্যারি কেন ও ডেনমার্কের কাসপার ডোলবার্গ করেছেন তিনটি করে গোল। টু্র্নামেন্টের শেষ পর্যন্ত এই তিনজনের হাতে সুযোগ থাকছে রোনালদোকে টপকে যাওয়ার।
সেমিফাইনালের পাশাপাশি অন্তত এই তিনজনের মধ্যে যে কেউ ফাইনালে খেলার সম্ভাবনা আছে। কারণ আসরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ডেনমার্ক।
এদিকে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ায় ইতালি ও স্পেনের কোনো খেলোয়াড়ের অবশ্য গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা একেবারেই নেই। তাদের একাধিক খেলোয়াড় প্রতিটি ম্যাচে গোল পেয়েছেন।
ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জন বেশ ভারী হলেও অবশ্য এখন পর্যন্ত গোল্ডেন বুট জেতা হয়নি রোনালদো। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা পর্তুগিজ উইঙ্গার এবার সেই অর্জনেরও নিশ্বাস দূরত্বে।