Atal Jaldhara Mission : অটল জলধারা মিশন ও জল জীবন মিশনে বাড়ি বাড়ি পানীয় জলের সুযোগ

।। জেসমিন দেব জমাতিয়া ৷৷ রাজ্যের প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জলের সংযোগ দিতে রাজ্য সরকার এক উদ্যোগ নিয়েছে। গ্রাম ও শহর উভয় এলাকাতেই এই সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে অটল জলধারা মিশন এবং জল জীবন মিশন প্রকল্পে। প্রকল্পটি রূপায়িত হচ্ছে পূর্ত দপ্তর (পানীয় জল ও স্বাস্থ্যবিধি)-এর মাধ্যমে।

২০২২ সালের মধ্যে শহর ও গ্রাম সর্বত্র বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জলের সংযোগ দিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০১৮-এর ২২ ডিসেম্বর অটল জলধারা মিশনে চালু করেন। ২০২৪-এর মধ্যে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি ট্যাপের মাধ্যমে জল সংযোগ দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯-এর আগস্টে হর ঘর জল স্লোগানকে সামনে রেখে জল জীবন মিশনের সূচনা করেন।

২৮ জুন, ২০২১ তারিখে সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী অটল জলধারা মিশন চালু হওয়ার প্রাককালে রাজ্যে গ্রামীণ এলাকায় জলের ট্যাপ সংযোগ ছিলো ১৯ হাজার ২৫১টি এবং শহর এলাকায় সংযোগ ছিলো ৯১ হাজার ৪৬৪টি। অটল জলধারা মিশনে ২৮ নভেম্বর, ২০১৮ থেকে ২৮ জুন, ২০২১ পর্যন্ত সময়ে গ্রামীণ এলাকায় জলের সংযোগ দেওয়া হয়েছে ২, ১৬,৮৪৩টি বাড়িতে৷

অটল জলধারা মিশনে শহর এলাকায়ও পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে। ২০২১-২২ অর্থবছরের এপ্রিল মাসে জল জীবন মিশনের অন্তর্গত বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে এপ্রিল মাসে ৭,৫৮৭টি, মে মাসে ৮,৬৬৬টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে এবং জুন মাসে জলের সংযোগ দেওয়া হয়েছে ৭,৮৯৪টি বাড়িতে।

জল জীবন মিশনের জেলাভিত্তিক চিত্র হচ্ছে এরূপ ধলাই জেলার ডি ডব্লিউ এস কমলপুর ডিভিশনের অন্তর্গত মোট ৮৬২টি বাড়িতে জলের ট্যাপ সংযোগ দেওয়া হয়েছে। সিপাহীজলা জেলার বিশালগড় ডি ডব্লিউ এস ডিভিশনের অন্তর্গত ৩,৬৮০টি বাড়িতে জলের ট্যাপ সংযোগ দেওয়া হয়েছে।

খোয়াই জেলার কল্যাণপুর ডি ডব্লিউ এস ডিভিশনের অন্তর্গত ২,১১৩টি বাড়িতে জলের ট্যাপ সংযোগ দেওয়া হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাট ডিভিশনের আওতায় দেওয়া হয়েছে ২,১২৪টি বাড়িতে জলের সংযোগ। তেমনি উত্তর ত্রিপুরার ধর্মনগর ডিভিশন থেকে ১,৯৭০টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে।

পশ্চিম ত্রিপুরা জেলায় আগরতলা ডিভিশন-২ এর আওতায় ৪,৪২৯টি জলের সংযোগ দেওয়া হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া ডিভিশনের আওতায় জলের সংযোগ দেওয়া হয়েছে ৩,০১৬টি, ধলাই জেলার আমবাসা ডিভিশন থেকে জলের সংযোগ দেওয়া হয়েছে ১,৭১৬টি এবং গোমতী জেলার উদয়পুর ডিভিশন থেকে জলের সংযোগ দেওয়া হয়েছে মোট ৪,২৩৭টি।

২০২১-২২ অর্থবছরে রাজ্যের ৮ জেলায় এখন পর্যন্ত মোট ২৪,১৪৭টি জলের ট্যাপ সংযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আই এম আই এস, ডব্লিও এস এস ও, পি ডব্লিউ ডি (ডি ডব্লিউ এস)-র কনসালটেন্ট দীপঙ্কর সাহা। তিনি বলেন, আগামীদিনে জলের ট্যাপ সংযোগ দেওয়ার এই উদ্যোগ জারি থাকবে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?