অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে নিয়ে আবারও নতুন গুঞ্জন চাউর হয়ে উঠেছে কলকাতায়। টলিউডে গুঞ্জন উঠেছে খুব শিগগিরই ভারতের বড় পর্দায় পা রাখতে চলেছেন মিথিলা।
তাকে দেখা যেতে পারে রাজর্ষি দে’র আগামী ছবি শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ সিনেমায়। টলিউডে গুঞ্জন, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল।
অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা। রাজর্ষি জানায়, নতুন সিনেমার বিষয়টি পুরোপুরি গুজব।
আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’—র শুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তির কথা ছিল।
মহামারি আর লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। ওই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেয়ার কথা ভাবছি না। পাশাপাশি, মিথিলা নিয়েও কোনো কথা বলেননি পরিচালক।