স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুলাই।। নতুন স্বপ্ন নিয়ে আজ থেকে ত্রিপুরা সরকারের উদ্যোগে সূচনা হল স্টার্ট-আপ সপ্তাহের। ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ভৌগলিক ভাবে ছোট হলেও স্টার্ট-আপের জন্য বড় এলাকার প্রয়োজন হয় না।
আমাদের সবচেয়ে বড় সুবিধা, পাশেই বাংলাদেশের বাজার রয়েছে। যা আমাদের জন্য অর্থনৈতিক ভাবে কার্যকরী হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের ফলে চিটাগাঙ বন্দর খুলে গিয়েছে।
ত্রিপুরা-বাংলাদেশ সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে চালু হয়েছে মৈত্রী সেতুও। আইটির ক্ষেত্রেও বিকাশ সাধিত করাই আমাদের লক্ষ্য। যা বহু মানুষের কর্মসংস্থানের নতুন আঙিনা হয়ে উঠবে।
মুখ্যমন্ত্রী বলেন, আজ প্রথম দিনেই ত্রিপুরার ২০০০ যুবক-যুবতী এই কর্মসূচীতে যুক্ত হয়েছেন। ন্যাশনাল পোর্টালেও ত্রিপুরার ৩৫টি স্টার্ট-আপ রয়েছে।
আমি আশা করি ত্রিপুরা সরকারের এই উদ্যোগ সমগ্র উত্তর-পূর্বের তরুণ প্রজন্মের কাছে উদ্দীপক হয়ে উঠবে। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বকে যে অর্থনৈতিক হাব বানানোর স্বপ্ন দেখেছেন আমরা তা সফল করতে পারব।