Musician Kabir Sumon : বছর খানেক আগে ‘আহির বৈরাগী’ নাম একটি রাগ তৈরি করেছিলেন তিনি, সেটি চুরি হয়ে গেছে

অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ২৭ জুন রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এই বর্ষীয়ান শিল্পী। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি কবীর সুমন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এবার সেখান থেকেই এক ব্যক্তির বিরুদ্ধে রাগ চুরি করার গুরুতর অভিযোগ তুললেন এই খ্যাতনামা শিল্পী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন। সুমন জানিয়েছেন, বছর খানেক আগে একটি রাগ তৈরি করেছিলেন তিনি। নাম রেখেছিলেন ‘আহির বৈরাগী’। সুভদ্র কল্যাণ রাণা নামের এক ব্যক্তি সেই রাগ বেমালুম চুরি করে নিজের রচিত বলে দাবি করছেন। শিল্পীর দাবি, ‘আহির বৈরাগী’ নিজের রচিত বলে শুধু প্রচার করেই ক্ষান্ত হচ্ছেন না সুভদ্র কল্যাণ রাণা। একই সঙ্গে বাংলা খেয়ালের নামে বদনাম করে বেড়াচ্ছেন।

বাংলা খেয়ালকে রীতিমতো আক্রমণ করছেন তিনি। গোটা ঘটনার কথা ফেসবুকে তুলে ধরেছেন সুমন। কবীর সুমন আরও জানিয়েছেন, বছরখানেক আগে এই রাগ তিনি তৈরি করেছিলেন। সেই রাগের কথা ফেসবুকেও জানিয়েছিলেন শিল্পী। এরপরেই ওই রাগের কথা জানতে পেরে এই অভিযুক্ত বাঙালি যুবক নেট মাধ্যমেই যোগাযোগ করেন শিল্পীর সাথে। জানিয়েছিলেন তিনি তবলা বাজান।

রাগটি শিখে নিয়ে বাজাতে চান। কবীর সুমন লিখেছেন, ‘তিনি শিখে নিয়ে আমায় তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তারপর সেই বাহাদুর সুভদ্র কল্যাণ রাণা প্রচার করতে থাকেন যে ওই রাগটি তারই সৃষ্টি। সেই সঙ্গে তিনি আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন। এমন ঘটনা তার চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়তো।’

তবে বক্তব্যের শেষে সুভদ্র কল্যাণ রানার উদ্দেশে সুমনের বার্তা, ‘মিথ্যাচারে নয় সংগীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভালো রাখবেন। সঙ্গীতসঙ্গ করবেন’।একই সঙ্গে নিজের জীবনের ‘শেষ ব্রত’-র কথাও জানিয়েছেন এই প্রবাদপ্রতিম শিল্পী। সুস্থ হয়ে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবেন তিনি। তার জীবনের এখন ‘আসল কাজ’ সেটাই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?