অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। চলতি বছরের শেষ দিকে পরবর্তী আসরের জন্য যে মেগা নিলাম শুরু হবে, তার আগে আইপিএলের প্রতিটি দল চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র উদ্ধৃত এমন তথ্য দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে আরও দুটি নতুন দল যুক্ত হচ্ছে টুর্নামেন্টে। শর্ত অনুযায়ী, দলগুলো নিলামের আগে তিনজন দেশি, একজন বিদেশি অথবা দুজন দেশি, দুজন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে। নিলামে যাওয়ার আগে চারজনের পারিশ্রমিক কাটছাঁট করতে হবে দলগুলোকে।
২০২২ সালের আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও বড় সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই। আগামী মৌসুমে সবগুলো ফ্র্যাঞ্চাইজির বেতন তহবিল ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
অর্থাৎ আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের বেতন খাতে আরও ৫০ কোটি (১০ দলের নিরিখে) টাকা অন্তর্ভুক্ত হবে।
২০২১ সালের আসর এপ্রিল-মে থেকে পিছিয়ে সেপ্টেম্বরে চলে গেলেও ২০২২ সালের আসরটি এপ্রিল-মে’তেই করতে চায় আয়োজকেরা। তবে পরিস্থিতি বিবেচনায় যেকোনো সিদ্ধান্ত নেয়ার পক্ষে তারা। বিশেষ করে বিদেশি তারকাদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টিতে জোর দিচ্ছে বিসিসিআই।