অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। ইউরোর সেমিফাইনালে ওঠার পর ক্রিশ্চিয়ান এরিকসেনকে স্মরণ করেছেন ডেনমার্কের কোচ এবং দলটির অন্য খেলোয়াড়রা। তারা বলছেন, এই এরিকসেনই এখন তাদের শক্তি।
হৃদ্রোগের কারণে প্রথম ম্যাচে মাঠে পড়ে যান দলটির গুরুত্বপূর্ণ ফুটবলার এরিকসেন। অজ্ঞান অবস্থায় মাঠ থেকেই নেয়া হয় হাসপাতালে।
ডেনমার্ক কোচ ক্যাসপার হিউলমান্ডের মতে, তাদের সবার এই সাফল্যের দিনেও জড়িয়ে রয়েছেন এরিকসেন। দলের মধ্যে লড়াই করার যে শক্তি দিয়েছেন, তা সবাই অনুভব করছেন।
তার কথায়, ‘রোজ এরিকসেনের কথা মনে পড়ে। মনে হয়, ওর আমাদের দলের সঙ্গে এই মুহূর্তে থাকলে আরও ভাল হতে পারত। ও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যাওয়ায় আমরা সবাই খুশি। এই ম্যাচে আমাদের হৃদয়ে ও ছিল। ওয়েম্বলিতেও যাচ্ছি হৃদয়ে এরিকসেনকে নিয়ে। ’
‘ওই ভয়ংকর দিনে ফুটবল খেললে কী উপলব্ধি হয়, তা বুঝতে পেরেছিলাম আমরা। এরিকসেন এই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিল দীর্ঘদিন।
এমন নয় যে আমরা রাতারাতি দুরন্ত খেলতে শুরু করে দিয়েছি। দলের এই সাফল্যের পেছনে ওর বিশাল অবদান রয়েছে। ’’
এরিকসেনকে নিয়ে মন্তব্য করেছেন শেষ আটের দ্বৈরথে ডেনমার্কের প্রথম গোলদাতা থোমাস ডিলানি। কোয়ার্টার ফাইনালের ম্যাচসেরা এই ফুটবলার সতীর্থকে নিয়ে বলেন, ‘গত রাতে আমরা জিতে ফেরার পরে ক্রিশ্চিয়ান ফোন করে জানাল, ও সেই মুহূর্তে কতটা খুশি।
আমাদের জন্য ও গর্ববোধ করছে। যা শুনে আমাদের সবার ভাল লেগেছে। ও আমাদের দলের সেরা ফুটবলার ছিল দীর্ঘদিন। আমাদের হৃদয়েই রয়েছে এরিকসেন। ’