Corona Third Wave : করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আগস্টে আঘাত হানবে ভারতে

অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের থাবায় বিধ্বস্ত এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে কয়েক কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন লাখ লাখ মানুষ। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। তবে এর মধ্যে নতুন উদ্বেগের খবর জানাল স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) জরিপ।

এসবিআই’র জরিপ বলছে, করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আগস্টে আঘাত হানবে ভারতে। আর সংক্রমণের সেই ঢেউ সেপ্টেম্বরে গিয়ে চূড়ায় পৌঁছাবে। ‘কোভিড-১৯: দ্যা রেস্ট টু ফিনিশিং লাইন’ নামে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের করোনাভাইরাস সংক্রমণের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে দ্বিতীয় ঢেউয়ে জুলাইয়ের শেষে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করবে।

তবে এই সংখ্যা আগস্টের মাঝামাঝিতে গিয়ে বাড়া শুরু হবে। এই প্রতিবেদনটি বলছে, ভারতে মে’র ৭ তারিখে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল। গবেষণাটি `অতীতের তথ্যের উপর নির্ভর করে’ তৈরি করা হয়েছে। এতে বলা হচ্ছে, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের তথ্য এবং তা বিশ্লেষণ করলে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ সংখ্যা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের থেকে প্রায় দ্বিগুণ বা ১ দশমিক ৭ গুণ বেশি হবে।

করোনোর দ্বিতীয় ঢেউ আসার আগেও এমন গবেষণা করা হয়েছিল। ভারতে তৃতীয় ঢেউ যে আঘাত হানবে এ বিষয়ে অধিকাংশ বিশেষজ্ঞ একমত। সোমবার (৪ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩৯ হাজার ৭৯৬ জন আক্রান্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ৭২৩ জন। ভারতে সংক্রমণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লাখ ২২৯ জন। যার মধ্যে মারা ৪ লাখ ২ হাজার ৭২৮ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?