America is Uniting: “আমেরিকা ঐক্যবদ্ধ হচ্ছে” স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ জুলাই হোয়াইট হাউসে পার্টি

অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ জুলাই হোয়াইট হাউসে পার্টির আয়োজন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার অভিষেকের পর এটিই প্রথম বড় অনুষ্ঠান। সেখানে বললেন, “আমেরিকা ঐক্যবদ্ধ হচ্ছে। ”

ভয়েস অব আমেরিকা জানায়, আতশবাজি, সমাবেশসহ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে আমেরিকানরা উদ্‌যাপন করেছে ২৪৫তম স্বাধীনতা দিবস।

কভিড-১৯ এর নতুন সংক্রমণের অব্যাহত হ্রাস, আবার একই সঙ্গে এই রোগেই ৬ লাখেরও বেশি আমেরিকানের মৃত্যুর কথা স্মরণ করে পালিত হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।

অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে যারা এখনো করোনা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেন বাইডেন।

“আজ আমরা আগের তুলনায় প্রাণঘাতী ভাইরাসের কাছ থেকে মুক্ত হওয়ার ঘোষণা দেওয়ার অনেক কাছে চলে এসেছি। ”

হোয়াইট হাউস রবিবার কয়েকশ আমন্ত্রিত অতিথির জন্য উন্মুক্ত ছিল। তাদের হ্যামবার্গারসহ অন্যান্য খাবার পরিবেশন করা হয়।

অতিথিদের মধ্যে ছিলেন কভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে করছেন এমন জরুরি সেবা কর্মী এবং সেনা পরিবারের সদস্যরা। জনগণের উদ্দেশে বাইডেন বলেন, টিকা গ্রহণ কাজ হতে পারে দেশের জন্য ভালোবাসার একটি নিদর্শন।

প্রশাসনের পক্ষ থেকে ৪ জুলাইয়ের ভেতর ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানকে টিকা দেওয়ার লক্ষ্য ধার্য করা হয়েছিল। লক্ষ্যমাত্রায় পৌঁছাতে না পারলেও প্রায় ৬৭ শতাংশ নাগরিক অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।

গত বছর পুলিশ বিরোধী বিক্ষোভ এবং ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর থেকে হোয়াইট হাউসকে ঘিরে যে বেষ্টনী দেওয়া হয়েছিল, রবিবার তা প্রথমবারের মতো সরিয়ে নেওয়া হয়। দর্শনার্থীরা এখন হোয়াইট হাউসের নর্থ লনের বেষ্টনী পর্যন্ত যেতে পারবেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?