Abhijit Mukherjee : আনুষ্ঠানিক ভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি

অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। কংগ্রেস নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সোমবার বিকালে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন অভিজিৎ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে কেন যোগ দিয়েছেন জানতে চাইলে অভিজিৎ বলেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মমতা প্রমাণ করেছেন তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে রুখতে পারেন। রাজনৈতিক অঙ্গনে তা ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে। অনেক প্রবীণ কংগ্রেস নেতাও এর প্রশংসা করেছেন।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, পশ্চিমবঙ্গে যেহেতু মমতা বিজেপিকে হারাতে পেরেছেন, তাই জাতীয়ভাবে লোকসভা ভোটেও তিনি বিজেপিকে হারাতে পারবেন।’ কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সাংসদ হয়েছিলেন অভিজিৎ।

তার আগে বীরভূমের নলহাটির বিধায়ক হিসাবে ২০১১ সালে তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। গত লোকসভা নির্বাচনে হেরেছেন অভিজিৎ। আর বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর একাধিক বার অভিজিতের দলবদল নিয়ে জল্পনা হয়। অভিজিতের বাবা প্রণব মুখার্জি এক সময় কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে আলাদা দল গঠন করেছিলেন। পরে আবার দলটিতে ফিরে যান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?