অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ওমান সেভাবে পরিচিত নয়। তবে এবার সেই দেশটিতেই আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদেরকে নিয়ে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ক্রিকেট বিশ্বকাপের মতো আসর আয়োজন কতটা তৈরি ওমান?
ওমান ক্রিকেটের সচিব মধু জেসরানি এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সব দিক থেকেই সাফল্যের সঙ্গে তারা এই প্রতিযোগিতা আয়োজন করতে চান। জেসরানি জানিয়েছেন, ওমানের পিচ হবে ধীর গতির। অর্থাৎ তা সাহায্য করবে স্পিনারদের, ঠিক যেমন উপমহাদেশের বাকি দেশগুলিতে দেখা যায়। তবে ক্রিকেটীয় অবকাঠামো নিয়ে এখনো কাজ বাকি।
যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে খেলে না ওমান, তাই সে দেশের অবকাঠামোও ততটা শক্তিশালী নয়। জেসরানি বলেছেন, ‘আমাদের কোনো স্টেডিয়াম নেই। দুটি মাঠ রয়েছে। একটি মাঠে ড্রেসিংরুম রয়েছে, আর একটি মাঠে সংস্কারের কাজ চলছে। এ ছাড়া, ফ্লাডলাইটও সে রকম উন্নত মানের ছিল না। সেগুলোও অত্যাধুনিক করার কাজ করছি আমরা। স্কোরবোর্ডও বদলানো হচ্ছে।’
ওমানে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমের দিকে। তাই ম্যাচগুলোতে তিন-চার হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা করছে তারা। জেসরানি জানিয়েছেন, আগামী সপ্তাহে আইসিসি এবং বিসিসিআইয়ের কর্তারা এসে অবকাঠামো খতিয়ে দেখবেন।
অক্টোবর-নভেম্বরে মূলত ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরেই থাকছে।