স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৩ জুলাই।। নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার৷ মৃতের নাম রকিব আলি (২৮)৷
ঘটনা ইরানি থানাধীন ঢেপাছড়া এলাকায়৷ শনিবার সকালে পরিবারের লোকজন জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইরানি থানার পুলিশ৷
মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়৷ এদিকে পরিবার মূলে জানা যায়, রকিবের চিনিবাগান এলাকায় একটি দোকান রয়েছে৷ সে প্রায়ই নেশায় আসক্ত থাকতো৷
ইদানীং প্রচুর টাকা ঋণী হয়ে পড়ে৷ সেই ঋণের চাপেই আত্মহত্যা করে থাকতে পারে বলে অনেকের ধারণা৷ শুক্রবার রাতে রকিবের স্ত্রী বাড়িতে ছিলেন না৷ এই মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷