স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৩ জুলাই।। সেতু সংস্কারের দাবিতে শনিবার বীরচন্দ্র নগর ঠান্ডাবাবু মগ পাড়ায় পথ অবরোধ করলো এলাকাবাসী।
অবরোধের ফলে বেশ কিছুক্ষণ রাস্তা দিয়ে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে।
সেতু সংস্কারের দাবিতে ঠান্ডা বাবু মগ পাড়ার একমাত্র যাতায়াতের রাস্তা অবরোধ করল এলাকার জনগন। জানা যায় ,জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করছেন উত্তর তাকমা ছড়া ভিলেজের ঠান্ডা বাবু মগ পাড়া সহ বিভিন্ন পাড়ার প্রায় তিন শতাধিক পরিবার ।
এলাকার সাধারণ মানুষ এই ব্রিজের সমস্যার কথা জানিয়েছেন নেতা থেকে দপ্তর সকলকে । শুধু আশার বাণী ছাড়া কোন সদ উত্তর না পাওয়ায় অবশেষে এলাকার লোকজন রাস্তা অবরোধ করেন ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিপ্রা মথা শান্তিরবাজার ডিভিশনের কমিটি সভাপতি হরেন্দ্র রিয়াংএর নেতৃত্বে এক প্রতিনিধি দল।
এই জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দপ্তর আধিকারিকের সঙ্গে কথা বলেন। অবরোধকারীরা জানান, কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে ৮ নং জাতীয় সড়ক অবরোধ করবেন।