Purchase : জিরানিয়া বিধায়ক সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু

স্টাফ রিপোর্টার, জিরানিয়া, ৩ জুলাই।। জিরানিয়া মহকুমার মাধববাড়ি খাদ্য গুদাম প্রাঙ্গনে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে আজ থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের সূচনা হয়েছে৷

মাধববাড়ি খাদ্য গুদাম প্রাঙ্গণে আজ থেকে আগামী ১০ই জুলাই পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে৷ আজকে ধান ক্রয়ের এই অনুষ্ঠানের সূচনা করে মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, আমাদের কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে চলেছে এবং কৃষকদের নানা ধরনের সরকারি সুযোগ সুবিধা প্রদান করে চলেছে৷

খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে পুনরায় কৃষকদের থেকে সরাসরি ধান কেনার কর্মসূচির সূচনা করা হয়েছে৷ বিধায়ক সুশান্ত চৌধুরী আরও বলেন, কৃষি ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের সর্বত্র কৃষকদের থেকে ধান ক্রয় শুরু হয়েছে৷ সরকারের লক্ষ্য চাষিদের থেকে ২০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করা৷

অতীতে অনেক কম দামে চাষিদের ধান বিক্রি করতে হতো৷ নতুন সরকার নূ্যনতম সহায়ক মূল্য লাগু করার পর এখন কৃষকরা ক্যুইন্টাল  প্রতি দাম পাচ্ছে ১৮৬৮ টাকা৷ তিনি মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, আপনারা ধান ক্রয় কেন্দ্রে আপনাদের উৎপাদিত ধান বিক্রয় করুন এবং সরকারি সুবিধা গ্রহণ করুন৷

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩৭ কোটি ৬৫ লক্ষ টাকা পৌঁছে দেয়া হয়েছে৷ বর্তমান সরকার অর্গানিক পদ্ধতিতে কৃষিকে গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান৷

তিনি বলেন, এর জন্য ৯ হাজার হেক্টর জমি চিহ্ণিত করেছে রাজ্য সরকার৷ এর মধ্যে দুই হাজার হেক্টর জমিতে অর্গানিক পদ্ধতিতে চাষের জন্য অনুমোদন ইতিমধ্যেই দেয়া হয়েছে৷ এদিন সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে খুশি স্থানীয় কৃষকরা৷

আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক  সুভাষ দত্ত, কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস ও বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?