অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। ভয়ংকর হয়ে ওঠা দাবানল নেভাতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে সাইপ্রাস। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়ল দেশটি।বাতাসের প্রবল ঘূর্ণিতে অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে সাইপ্রাসের দক্ষিণ জেলা লিমাসোলে।
যার ফলে কয়েকটি গ্রামের অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক ডজন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কয়েক সপ্তাহ ধরে তীব্র তাবদহের ভেতর দিয়ে যাচ্ছে সাইপ্রাস। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে (১০৪ ফারেনহাইট)।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপদহের মতো তীব্র আবহাওয়ার সংকট পুনঃপুন বাড়ছে।
শনিবার মধ্যাহ্ন থেকে সাইপ্রাসের বনভূমি জ্বলছে। লিমাসোল ও লার্নাকা শহর দুটির উত্তরে আগুনের সূত্রপাত হওয়ার পর তা তীব্র হয়ে উঠে। সংকটময় মুহূর্তে দেশটির কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলকে অনুরোধ জানিয়েছেন, দাবানল নেভাতে তাদের সাহায্য করার জন্য।