অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। শার্লট এডওয়ার্ডসকে পেছনে ফেলে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক এখন ভারতের মিতালি রাজ। শনিবার ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামে ভারত নারী ক্রিকেট দল।
অধিনায়ক মিতালির ব্যাটে ভর করেই সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটা ৪ উইকেটে জিতে নেয় ভারতের মেয়েরা। ৮৬ বলে ৮ চারে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন মিতালি। এই পথেই ইতিহাস গড়েন ৩৮ বছর বয়সী তারকা। শার্লট এডওয়ার্ডস তিন ফরম্যাট মিলে ১০২৭৩ রান নিয়ে এতদিন মেয়েদের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর চূড়ায় অবস্থান করছিলেন।
তাকে ছাড়িয়ে যেতে এ ম্যাচে মিতালির প্রয়োজন ছিল মাত্র ১২ রান। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মিতালি মেয়েদের ওয়ানডে ক্রিকেটেও সর্বোচ্চ রানের মালিক।
২১ বছরের ক্যারিয়ারে ২১৭ ওয়ানডে, ১১ টেস্ট ও ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন মিতালি। তিন ফরম্যাট মিলে তার রান এখন ১০৩৩৭। টেস্টে ৬৬৯ রান, ওয়ানডেতে ৭৩০৪ ও টি-টোয়েন্টিতে রান ২৩৬৪।