অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।
রবিবার সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণে সময় রানওয়েতে নামতে ব্যর্থ হয় বিমানটি। সেনাপ্রধান জেনারেল সিরিলিতো সোবেজানার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
সোবেজানার বরাত দিয়ে আলজাজিরা জানায়, আগুন ধরে যাওয়া বিমান থেকে এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রার্থনা করছি যাতে আরও জীবিত আরোহী উদ্ধার করতে পারি। ’
সেনাপ্রধান বলেন, ‘অবতরণের সময় বিমানটি রানওয়েতে নামতে ব্যর্থ হয়। এরপর পুনরায় উড্ডয়নের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়। ’