স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জুলাই।। ত্রিপুরা রাজ্যের লোকায়ুক্ত নিযুক্ত হলেন বর্ষিয়ান আইনজীবী কল্যাণ নারায়ন ভট্টাচার্য। শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে শ্রী ভট্টাচার্য সাক্ষাৎ করেছেন।
প্রসঙ্গত, রাজ্য সরকারের অতিরিক্ত সচিব একে ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। তিন বছরের জন্য লোকায়ুক্ত নিযুক্ত পদে দায়িত্বভার সামলাবেন বর্ষিয়ান আইনজীবী কল্যাণ নারায়ন ভট্টাচার্য। রাজ্য সরকাার এই পদের জন্য তার নাম পাঠায় নির্বাচন কমিটির কাছে।
কমিটি লোকায়ুক্ত আইন মেনে তাকে এই পদের জন্য অনুমোদন দেয়। দীর্ঘদিন ধরে লোকায়ুক্ত পদটি খালি ছিল। কল্যাণ নারায়ন ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান রাজ্যপাল আপাতত বাইরে রয়েছেন। তিনি আসলেই তিনি শপথ গ্রহণ করবেন ।
তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলবেন।আগে কলকাতা হাইকোর্টের প্রাক্তন জাস্টিস সুবল বৈদ্য লোকায়ুক্তের ছিলেন। তার মেয়াদ ৩ বছর পূর্ণ হওয়ার পরে ২৬ এপ্রিল ২০২০ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। প্রায় ১৫ মাস এই পদটি খালি ছিল।
নতুন করে এই পদটিতে আবার আসছেন বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ন ভট্টাচার্য। কল্যাণ নারায়ন ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যের তিন নম্বর লোকায়ুক্ত হিসেবে নিযুক্তি পেয়েছেন ।