স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জুলাই।। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয় ৭১০২ জনের৷ এর মধ্যে করোনা শনাক্ত ৩৯৪ জনের৷ মৃত্যু হয় ৩ জনের৷
পশ্চিম জেলায় সংক্রমিত হয় ৮৭ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত হয় ২৩ জন, গোমতী জেলায় সংক্রমিত ৪০ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ৫৫ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ১৮ জন।
ধলাই জেলায় ৩৬ জন, উত্তর জেলায় সংক্রমিত হয় ৫২ জন এবং ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ৮৩ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ৩৪৯২ জন৷ সুস্থতার হার ৯৩.৭৬ শতাংশ৷ এবং সুস্থ হয় ৩৬৩ জন৷ মৃত্যুর হার আগের থেকে অনেকটা কমেছে৷ অর্থাৎ মৃত্যুর হার ১.০২ শতাংশ৷
তবে সংক্রমণের হার একই জায়গায় দাঁড়িয়ে থাকায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম রাজ্যে এসে সমস্ত কিছু খতিয়ে দেখবে৷ কারণ সারা দেশে যখন সংক্রমণ কমতে শুরু করেছে, তখন সংক্রমণে বাড়তে শুরু করেছে ত্রিপুরা রাজ্যে৷
যদি কোন ত্রুটি থাকে তাহলে সেই বিষয়ে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলোচনা করবেন৷ যাতে সংক্রমণ রুখা সম্ভব হয়৷ এখন দেখার বিষয় বিশেষজ্ঞদের তৎপরতায় কতটা সংক্রমণ রাজ্য রুখতে সক্ষম হয়৷