স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩ জুলাই।। চড়িলাম বাজার সংলগ্ণ জাতীয় সড়কে শনিবার দুপুরে এক ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে৷ যদিও তাতে প্রাণহানি ঘটেনি৷ তিন যুবক গুরুতর আহত হয়৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর টিআর০৭-বি০৩৪১৷
প্রত্যক্ষদর্শীরা জানান, চার চাকার গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে জাতীয় সড়কের পাশে ড্রেনে ধাক্কা খেয়ে তিন-চারটি পাল্টি খেয়ে জলমগ্ণ ধানের জমিতে গিয়ে পড়ে৷
গাড়িতে থাকা তিন যুবক হচ্ছে লিটন সরকার (২৫), সুজন দাস (২৪), অনুপ দেবনাথ (২৭)৷ লিটন ও সুজনের বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা এলাকায়৷ অনুপের বাড়ি চড়িলাম বাজার সংলগ্ণ মধ্যপাড়া এলাকায়৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন৷
প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়৷ এদিকে বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় এক যুবক৷ নাম বিকাশ দাস (৩০)৷ বাড়ি উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠ সংলগ্ণ এলাকায়৷ টিআর-০৭-৮৫৯৯১ নম্বরের বাইক নিয়ে ছেচরিমাই যাওয়ার পথে একটি গাড়ি ধাক্কা দেয় বিকাশ দাসকে৷ বাইক থেকে ছিঁটকে পড়ে বিকাশ৷ মাথায় হাতে গুরুতর আঘাত পায় সে৷
পরিমল চৌমুহনি এলাকায় জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে৷ এলাকাবাসী দৌড়ে এসে বিকাশকে উদ্ধার করে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দেয়৷ খবর পেয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের গাড়ি এসে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ বিকাশ পেশায় মাংস বিক্রেতা৷ চড়িলাম বাজারে তার দোকান রয়েছে৷