Virus Free Day : ভাইরাস মুক্ত দিবস হিসেবে ৪ জুলাইকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। ভাইরাস মুক্ত দিবস উদযাপনের পরিকল্পনা হিসেবে ৪ জুলাইকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ জন্য তিনি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আমন্ত্রিতদের মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সাউথ লনে হবে ‘পার্টি’। তার পর ন্যাশনাল মলে বাজির উৎসব। বাইডেনের কথায়, ‘এ হলো ভাইরাসের শাসন থেকে স্বাধীনতা। ’

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনও আমেরিকা শীর্ষে। ৬ লাখের বেশি মৃত্যু। সমালোচকেরা এই বিপুল ক্ষতির পরে উৎসবের কারণ খুঁজে পাচ্ছেন না।

কিন্তু বাইডেনের সমর্থকেরা বলছেন,, ‘এই ধাক্কা কাটিয়ে উঠে আমেরিকার অর্থনীতি ফের চাঙ্গা হচ্ছে বাইডেনের হাত ধরেই। সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে তার প্রচেষ্টাতেই। ’

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি ভাবনার হাত থেকে জনসাধারণকে বের করে এনে মাস্ক পরার প্রয়োজনীয়তা বুঝিয়েছেন বাইডেন। টিকাদানের গতি বাড়িয়েছেন।

বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশের টিকাদান শেষ করা। যদিও তা পূরণ করতে পারেননি তিনি। হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে ডেল্টা স্ট্রেনের আতঙ্কের কথাও উল্লেখ করা হয়নি।

গতকাল জানা গেছে, আমেরিকার ৫০টি প্রদেশের প্রতিটিতে অতিসংক্রামক ডেল্টা স্ট্রেন ধরা পড়েছে। এ অবস্থায় সাউথ লনের পার্টি কতটা নিরাপদ তা জানতে চাইলে প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘টিকা নিলে আপনি নিরাপদ। ’

আমেরিকার শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসির মুখেও একই কথা শোনা গেছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসে উৎসব করা নিরাপদ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভ্যাকসিন নেওয়া থাকলে ভয় নেই। টিকা নেওয়া থাকলে আপনার কাছে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। কিন্তু টিকা না-নেওয়া থাকলে অবশ্যই মাস্ক পরুন। আর দ্রুত ভ্যাকসিন নিয়ে ফেলুন। ’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?