Tragic Death : খেলতে গিয়ে বাড়ির পাশে গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশুর

স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ০২ জুলাই।।শুক্রবার দুপুর নাগাদ ফুলতলী মতিনগরে খেলতে গিয়ে বাড়ির পাশে গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশুর৷ দুই শিশুর মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোক স্তব্ধ হয়ে পড়েছে৷

কমলাসাগর বিধানসভা এলাকার ফুলতলীর মতিনগরে শুক্রবার দুপুর নাগাদ দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশে গর্তে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ মৃত দুই শিশুর নাম আফরোজা আক্তার এবং তার ভাই ফয়জুল আহমেদ৷ আফরোজা আক্তার এর বয়স চার বছর এবং ভাই ফয়জুল আহমেদের বয়স ৫ বছর৷

জানা যায় অন্যান্য দিনের মতো আজ ভাইবোন বৃষ্টির মধ্যেই খেলতে যায়৷ খেলতে গিয়ে পরিবারের লোকজনদের অলক্ষ্যে বাড়ির পাশেই গর্তে পড়ে যায়৷ সেই গর্তের জল থেকে ভাই বোন উঠতে পারেনি৷ বেশ কিছুক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে শুরু করেন৷

বাড়ির পাশেই একটি গর্তের মধ্যে ভাই বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনরা৷ চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা৷ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

খেলতে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷এদিকে হাপানিয়া হাসপাতাল থেকে মৃত দুই শিশুর দেহ ময়নাতদন্ত না করেই পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য দাবী জানান পরিবারের লোকজন৷

কিন্তু ময়না তদন্ত না করে শিশুদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এনিয়ে মৃতদের পরিবার পরিজনদর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?