অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। দ্য হান্ড্রেড বা ১০০ বলের ক্রিকেটের উদ্বোধনী আসরের জন্য অ্যারন ফিঞ্চের পরিবর্তে ফাফ ডু প্লেসিসকে দলে নিয়েছে নর্দার্ন সুপারচার্জার্স। ফিঞ্চের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
ডু প্লেসিস বলেন, ‘নর্দার্ন সুপারচার্জার্সকে প্রথম মৌসুমে নেত্বত্ব দিতে পারাটা সত্যি সম্মানের। বেন স্টোকস, আদিল রশিদ, ক্রিস লিনদের মতো তারকা এবং আরও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের পাশে খেলতে পারব, তা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহের জন্য আমার তর সইছে না। ’
আসরের প্রথম মৌসুমের জন্য বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান ও নিউজিল্যান্ড তারকাকে পাচ্ছে দ্য হান্ড্রেড। অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির যোগ দিয়েছেন বার্মিংহাম ফিনিক্সে। দুই কিউই তারকা অ্যাডাম মিলনে ও ফিন অ্যালেনও নাম লিখিয়েছেন একই দলে।
বার্মিংহাম মিলনে ও অ্যালেনকে নিয়েছে কেন উইলিয়ামসনের পরিবর্তে। চোটের কারণে প্রথম মৌসুমে থাকছেন না কিউই অধিনায়ক। এ ছাড়া নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান কলিন মুনরো যোগ দিয়েছেন ম্যানচেস্টার অরিজিন্যালসে।