Terrible Landslide : জাপানে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ রয়েছেন ২০ জন

অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। জাপানের মধ্যাঞ্চলীয় শহর অতামিতে শনিবার প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসে অনেক ঘরবাড়ি মাটি চাপা পড়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে ২০ জন। এমনটাই জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

টেলিভিশনের এক ভিডিও ফুটেজে দেখা যায়, টোকিও’র দক্ষিণ-পশ্চিমের শহরটিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশ কিছু ভবন ভেসে যেতে এবং আরও অনেক ঘরবাড়ি ধ্বংস ও মাটির নিচে চাপা পড়তে।

জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে এক প্রতিবেদনে জানায়, অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এই ঘটনায় এক জরুরি টাস্কফোর্স গঠন করেছেন।

দুর্যোগ স্থলের কাছে অবস্থিত মন্দিরের এক নেতা এনএইচকে’কে বলেন, ‘বিকট শব্দ শুনতে পাওয়ার পর আমি ভূমিধস দেখতে পাই। সেখানের লোকজনদের  উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কর্মীদের ডাকা হয়েছে। এ সময় আমি দৌড়ে উঁচু ভূমিতে উঠি।

পরে ফিরে এসে দেখি, সেখানকার অনেক ঘরবাড়ি মাটিতে চাপা পড়েছে এবং মন্দিরের সামনে রাখা গাড়িগুলো পানিতে ভেসে গেছে। ’অতামি’র এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে।

কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতের তোড়ে ভেসে যায়। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ভূমিধসের কারণে অঞ্চলটির দুই হাজার আটশো’র বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?