স্টাফ রিপোর্টার, আগরতলা, ০২ জুলাই।। ‘সেবা হি সংগঠন’ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৯ নং বনমালীপুর মহিলা মোর্চার উদ্যোগে মঠ চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় করোনার প্রতিষেধক হিসেবে লেবুর সরবত এবং আনারস পথচারীদের মধ্যে বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন বনমালীপুর মন্ডল সভাপতি দীপক চন্দ্র কর, বনমালীপুর মহিলা মোর্চার সভানেত্রী মনীষা সাহা, সদর জেলা মহিলা মোর্চা সভানেত্রী ঝুমা বিশ্বাস এবং অন্যান্য কার্যকর্তাগণ।
প্রসঙ্গত রাজধানী আগরতলা শহর বিভিন্ন স্থানে এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে বিজেপি সহ অন্যান্য সংগঠনগুলির তরফ থেকে।