স্টাফ রিপোর্টার, আগরতলা, ০২ জুলাই।। গোটা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত৷ এর প্রতিবাদে গোটা রাজ্যে প্রতিদিন কোন না কোন বিরোধী সংগঠনের কোনো না কোনো কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে৷
এবার পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাঠে নামল আইএনটিইউসি৷ এদিন সংগঠনের সভাপতি দীপক রায়ের নেতৃত্বে একদল পরিবহণ শ্রমিক ফ্ল্যাগ, ফেস্টুন ব্যানার সহ আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷
এই বিক্ষোভ মিছিল থেকে প্রতিনিয়ত বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অবিলম্বে হ্রাস করার দাবি করা হয়৷ এই বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ প্রশাসনের তরফ থেকে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়৷
এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিতে গিয়ে আইএনটিইউসি-এর সভাপতি দীপক রায় বলেন, প্রতিনিয়ত বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর দারুণ প্রভাব বিস্তার করছে, অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া না হলে সংগঠনের তরফ থেকে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷