অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। ঋতুস্রাব (পিরিয়ডস) হয়েছে, যা সব মহিলাদের কাছেই খুব স্বাভাবিক এক শারীরিক প্রক্রিয়া। কিন্তু এই অবস্থায় করোনাভাইরাস প্রতিষেধক পাচ্ছেন না মহিলারা। টিকা নিতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। উত্তর কর্নাটকের বেশ কিছু টিকাকরণ কেন্দ্রে এই অভিযোগ উঠল।
সূত্রের খবর রায়চুর, বেলাগাভি এবং বিদারের মতো কয়েকটি জায়গায় কয়েকজন স্বাস্থ্যকর্মী পিরিয়ডস চলছে মহিলাদের ফিরিয়ে দিচ্ছেন। ঋতুস্রাব শেষ হওয়ার পাঁচদিন পর তাঁদের টিকা নিতে বলা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা এই নিয়ে দাবি করছেন যে করোনা টিকা নেওয়ার ফলে মহিলাদের আরও রক্তক্ষরণ বেড়ে যেতে পারে। শরীর অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারে।
কিন্তু সেই রাজ্য সরকারের তরফে এই জাতীয় কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। প্রশাসনিক আধিকারিকরা ঘটনা জানার পর বেশ অবাক হয়েছেন। রায়চুর ডেপুটি কমিশনার আর ভেঙ্কটেশ কুমার এই বিষয়ে জানান, এরকম কোনও নির্দেশিকা জারি করেনি রাজ্য সরকার। ঋতুস্রাব হলেও মহিলাদের টিকা দেওয়া হচ্ছে। দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু যখন হয়েছে তখন থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়।
ঋতুস্রাবের (পিরিয়ডস) পাঁচদিন আগেযা পরবর্তীকালে সম্পূর্ণ ভিত্তিহীন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর এই নিয়ে বলেছে, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট ছড়িয়ে পড়েছে। যাতে দাবি করা হচ্ছে যে ঋতুস্রাবের পাঁচ দিন আগে এবং পরে করোনাভাইরাস টিকা নেওয়া উচিত নয় মহিলাদের। গুজবের ফাঁদে পা দেবেন না। ১ মে’র পর ১৮ বছরের ঊর্ধ্বে সকলের টিকা নেওয়া উচিত।’