স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ০২ জুলাই।। আগামী শনিবার অর্থাৎ ৩রা জুলাই থেকে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকা এবং তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে নাইট কারফিউ এক ঘণ্টা শিথিল করা হলো৷
এবার শনিবার সন্ধ্যা ৭টা থেকে নাইট কারফিউ শুরু হবে৷ শুক্রবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে বিধায়িকা কল্যাণী রায়ের পুরোহিত্য এক বৈঠক অনুষ্ঠিত হয়৷
এই বৈঠকে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য, তেলিয়ামুড়া থানার ওসি নাড়ুগোপাল দেব, পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, সাংবাদিক, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নরেন্দ্র গোপ, সভাপতি সহ মার্চেন্টের প্রতিনিধিরা, তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা৷
বৈঠকে করোনা গ্রাফ নিয়ে এবং ব্যবসায়ী সহ আমজনতার সার্বিক পরিস্থিতির আলোচনা করা হয়৷ তেলিয়ামুড়াতে সংক্রমণের হার নিম্নমুখী হওয়াতে বৈঠকের সিদ্ধান্ত হয় শনিবার থেকে নাইট কারফিউ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত৷
তবে বৈঠকের সিদ্ধান্ত এবার খোয়াই জেলা শাসকের দপ্তরে পাঠানো হবে জেলা শাসকের অনুমতির জন্য৷ জেলা শাসকের অনুমতিক্রমেই সিদ্ধান্ত কার্যকর হবে৷