স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ০২ জুলাই।।প্রধানমন্ত্রীর ঘোষিত ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে শুক্রবার অল ত্রিপুরা ফারমার্স ক্লাব এর উদ্যোগে এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ত্রিপুরা কেন্দ্রের সহায়তায় ঊনকোটি জেলার চবিবশটি ফারমার্স ক্লাব-র মাধ্যমে মোট ২৫০০ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ চৌদ্দশো গরীব কৃষকদের মধ্যে বিতরণ করা হয়৷
মূল অনুষ্ঠান হয় চন্ডীপুর মন্ডলের ডলুগাঁও কমিউনিটি হলে৷ তারপর আরো চারটি জায়গায় এই ধান বীজ বিতরণ করা হয়৷
উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ফারমার্স ক্লাব-এর সভাপতি প্রদীপ বরণ রায়, রাজ্যের সমাজসেবী আব্দুল গাফফার, রথীন্দ্র নারায়ণ দাস ও ঊনকোটি জেলার বিশিষ্ট সমাজসেবী হিরণময় সিনহা এবং অল ত্রিপুরা ফারমার্স ক্লাবস ঊনকোটি জেলা কো-অর্ডিনেটর রঞ্জিত সিনহা ও মিলন কান্তি দে৷
প্রধান বক্তা অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবসের সভাপতি প্রদীপ বরণ রায় রাজ্য সরকারের কৃষি ও কৃষকের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য সমৃদ্ধ আলোচনা করেন৷ তিনি বলেন সমস্ত ভারতবর্ষে কৃষকের জন্য এখন স্বর্ণযুগ চলছে৷ তিন কৃষি আইনের ফলে আমাদের রাজ্যের কৃষকের অনেক উপকার হয়েছে৷
গত তিন বছরে রাজ্যের কৃষি উৎপাদন বেড়েছে সাথে সাথে কৃষকের আয়ও বেড়েছে এবং ২০২২ সালের মধ্যে ত্রিপুরার কৃষকের আয় দ্বিগুন হবে বলে তিনি দাবি করেন৷ সভাগুলোতে অন্যান্য বক্তারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কৃষি নীতির বিশদভাবে আলোচনা করেন ও ভূয়সী প্রশংসা করেন৷