অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। করোনা মহামারির কারণে পুরো বিশ্বের সিনেমা হল ও উৎসবগুলো গত দেড় বছরে ছিল তারকাহীন, অন্ধকারে নিমজ্জিত। এর মধ্যে একটি আসর স্থগিত হওয়া কান চলচ্চিত্র উৎসব আবার আলোকচ্ছটা নিয়ে হাজির হয়েছে। বলতে চায়, সিনেমা মরে যায়নি। তবে বদলে গেছে উৎসবের চেনা রূপ।
মহামারি শুরুর পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। নিকোল কিডম্যান, জুডি ফস্টার, ম্যাট ডেমনের মতো তারকারা হাজির থাকবেন কানে। উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত। এবারের উৎসবটি বাংলাদেশি সিনেপ্রেমীদের জন্য খুবই আনন্দের। কারণ বুধবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। আবদুল্লাহ মোহাম্মদ সাদের এ ছবি কানের অফিশিয়াল সিলেকশন, যা বাংলাদেশের জন্য প্রথমবার।
সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ এ ছবির সাত সদস্য এখন ফ্রান্সে অবস্থান করছেন। মঙ্গলবার উৎসবের পর্দা উঠছে লিওস ক্যারাক্সের ‘আনেত্তে’ চলচ্চিত্রের মাধ্যমে। এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা। মিউজিক্যাল এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন অ্যাডাম ড্রাইভার ও মারিয়ন কোটিয়ার্ড। এবার মহামারির কারণে গভীর রাতের পার্টিগুলো বাতিল করা হয়েছে।
সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হবে এবং গালা ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নামানো হয়েছে। তবে করোনার কারণে তারকা ও মিডিয়া মোগলদের বেশির ভাগই ব্যক্তিগত প্লেন আর বিলাসবহুল ইয়টে করে পৌঁছাবেন। উৎসব হবে প্লাস্টিকবিহীন। থাকবে অনেক ইলেকট্রিক কার। আর রেড কার্পেট তৈরি হয়েছে রিসাইকেল বস্তু দিয়ে, এবং এর আকার হবে অর্ধেক।