স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ০২ জুলাই।। ভুয়ো চিকিৎসক সন্দেহে শুক্রবার তিন যুবক যুবতীকে আটকে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় জনতা৷ ঘটনা ফটিকরায়ে৷
পুলিশ সূত্রের খবর এদিন শঙ্কু দাস, শিউলি দে এবং বিরজিৎ দাস নামের তিন যুবক যুবতি ফটিকরায় এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির নাম ধরে মানুষের দেহ পরীক্ষার কথা বলে এর খরচ বাবদ অর্থ তুলছিলো৷
ভালোই হচ্ছিলো কামাই৷ এতে সন্দেহ হয় এলাকাবাসীর৷ তারা ঐ তিনজনকে আটকে তুলে দেয় পুলিশের হাতে৷ ঘটনায় তাদের ব্যবহৃত একটি বডি চেকাপের মেশিন এবং টিআর-০২জি-০২৩৭ নম্বরের একটি গাড়ি আটক করেছে পুলিশ৷
ফটিকরায় থানা আধিকারিক জানিয়েছেন যে কোম্পানির নামে তারা এ ধরনের অর্থ তুলছিলো তার বৈধ নথি যাচাই করে দেখা হবে৷ ঘটনায় এক আশাকর্মীও জড়িত রয়েছেন বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে আটক হবার পর বেশ কয়েকজনের টাকাও ফিরিয়ে দিয়েছে তারা৷
এখানেই উঠছে প্রশ্ন, যদি তারা বেসরকারিভাবেই বৈধভাবে বডি চেকাপের খরচ বাবদ টাকা তুলে থাকে তবে আটক হবার পর কেনো তা ফরিয়ে দিলো?