অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠে আসা সুইজারল্যান্ড স্পেনকেও কঠিন পরীক্ষায় ফেলল। ১০ জনের দল নিয়েও খেলা নিয়ে গেল টাইব্রেকারে। তবে এবার আর সেখানে হাসতে পারল না দলটি।
রোমাঞ্চ ছড়ানো পেনাল্টি শুটআউটে জয় তুলে নিল স্পেন। আসরের তিনবারের চ্যাম্পিয়নরা পৌঁছে গেল সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম ও ইতালির মধ্যকার অন্য ম্যাচে জয়ী দল।
শুক্রবার রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে দুই দলের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও সমতা থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় স্পেন।
এদিন আত্মঘাতী গোল থেকে দ্রুতই এগিয়ে যায় স্পেন। জর্দি আলবার শট সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়ার গায়ে লেগে জালে জড়ায়। স্পেন বিরতিতে যায় ১-০ তে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে সুইজারল্যান্ডকে সমতা এনে দেন জেরদান শাচিরি।
সুইসদের আগের ম্যাচের সেরা খেলোয়াড় ও অধিনায়ক গ্রানিত জাকা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এই ম্যাচে। তাই আর্মব্যান্ড ছিল শাচিরির হাতে।
কিন্তু এর নয় মিনিট পরই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেমো ফ্রেউলার। তাতে দশ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।
তবে হাল ছাড়েনি দলটি। দারুণ লড়াই করে খেলা নিয়ে যায় শুটআউটে। কিন্তু সেখানে তিন তিনটি পেনাল্টি মিস করে নিজেদের হতাশায় ডুবান তারা। একটা শট যায় বাইরে দিয়ে। দুটি রুখে দেন স্পেনের গোলকিপার উনাই সিমোন।
আগের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে দলকে কোয়ার্টারে নিয়ে আসেন সুইস গোলকিপার ইয়ান সমার। ভাবা হচ্ছিল এদিনও তেমন কিছুই করবেন তিনি। কিন্তু আদতে তা হয়নি।
যদিও শুট আউটে স্পেনের শুরুটা হয় বাজে। তাদের প্রথম শট থেকেই গোল করতে ব্যর্থ হন অধিনায়ক সের্হিও বুসকেতস। মারেন পোস্টে। অন্যদিকে বল জালে পাঠান সুইজারল্যান্ডের ফাবিয়ান। স্পেনের পক্ষে দ্বিতীয় শটে গোল করেন দানি ওলমো। সুইদের দ্বিতীয় শট ঠেকান স্পেন গোলরক্ষক উনাই সিমোন।
এরপর স্পেনের রদ্রির শট ফেরান ইয়ান সমার। সুইসদের পরের শটও ঠেকান সিমোন। তাতে ছড়ায় রোমাঞ্চ। এরপর স্পেনকে এগিয়ে নেন জেরার্দ মরেনো। ফল দাঁড়ায় ২-১। চতুর্থ শটে সুইজারল্যান্ডের রুবেন ভার্গাস বল উড়িয়ে মারেন। এরপর মিকেল ওইয়ারসাবাল বল জালে পাঠালে উৎসবে মাতে স্পেন।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টারে ওঠা সুইজারল্যান্ডের সামনে প্রথম কোনো মেজর টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল। কিন্তু হাতছাড়া হলো সেটা। ফেভারিট স্পেন অব্যাহত রাখল তাদের জায়যাত্রা। শেষ ষোলোতে যারা ক্রোয়েশিয়াকে হারিয়েছিল ৫-৩ গোলে।